“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই
লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” — এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দিবসটি।
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ (২৮ এপ্রিল ২০২৫) সকাল ৯টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। শান্তির প্রতীক শ্বেত পায়রা ও লিগ্যাল এইডের স্লোগানসম্বলিত ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এমরান হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জনাব শিরিন নাহার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মোঃ মাহবুব আলম ও জনাব উৎপল শুভ্রসহ বিচারকবৃন্দ, জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল আওয়াল, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ইকরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, সরকারি কৌঁসুলি জনাব মোকাররম হোসেন টুলু, পাবলিক প্রসিকিউটর এস এম মশিউর রহমান, লিগ্যাল এইড কর্মকর্তা-কর্মচারী, প্যানেল আইনজীবীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ও দায়রা জজ জনাব এমরান হোসেন চৌধুরী ‘বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার বুথ’ উদ্বোধন করেন।
এরপর আদালত চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় লিগ্যাল এইডের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় পর্যায়ে লিগ্যাল এইডের সেবা পরিসংখ্যান এবং ঝিনাইদহ লিগ্যাল এইড অফিসের গত এক বছরের কর্মকাণ্ড প্রদর্শিত হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালে ঝিনাইদহ লিগ্যাল এইড অফিস ৯৬৫টি আইনগত পরামর্শ এবং ১৮৩৪টি বিরোধ মীমাংসা করেছে। সফল প্রি-কেস ও পোস্ট-কেস ADR হার যথাক্রমে ৩৮.৭৫% ও ৫৭%। এ সময় ক্ষতিপূরণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪১,৪২,৫০০/- টাকা। এছাড়া অনলাইন ডিসপিউট রেজুলেশন (ODR) পদ্ধতির মাধ্যমে ৩৩টি দূরবর্তী বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
ঝিনাইদহ লিগ্যাল এইড অফিসের অভিনব উদ্যোগের মধ্যে বিচারপ্রার্থী মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা, শিশুদের জন্য কিডস জোন, আরামদায়ক ওয়েটিং জোন, মাতৃদুগ্ধ কর্নার, বৃহৎ পরিসরের শীতাতপ নিয়ন্ত্রিত মিডিয়েশন কক্ষ এবং অসহায় বিচারপ্রার্থীদের জন্য যাতায়াত ভাড়া প্রদান উল্লেখযোগ্য।
সভায় বক্তারা জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ জনাব বুলবুল আহমেদের অসামান্য প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। জানা যায়, নিষ্পত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের জন্য ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিস সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে এবং জনাব বুলবুল আহমেদ জাতীয়ভাবে শ্রেষ্ঠ লিগ্যাল এইড অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে সম্মাননা গ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছেন এবং অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে অনুভূতি প্রকাশ করেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ আলী তার বক্তব্যে বলেন, “আপসযোগ্য মামলায় ঝিনাইদহ লিগ্যাল এইড অফিসের কার্যক্রম বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এমরান হোসেন চৌধুরী সংবিধানের ১৯ ও ২৭ অনুচ্ছেদের আলোকে আইনি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ঝিনাইদহ জেলার সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সকল অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ততায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ এর আয়োজন ছিল অত্যন্ত সফল ও প্রশংসিত।
আপনার মতামত লিখুন :