ছয় দফা দাবিতে ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টাস, ঝিনাইদহ | রেডিও ঝিনুক

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে কেন্দ্র করে সারা দেশের মতো ঝিনাইদহেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। টানা প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। এতে শহরের অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে তারা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিম্নরূপ:
১. হাইকোর্টের রায়ে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল এবং দোষীদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং তা পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩. সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪. কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করে পরিচালক, উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫. পৃথক “কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দেশের কারিগরি শিক্ষার মান ও সম্মান রক্ষার স্বার্থে তাদের এই আন্দোলন। দাবি মানা না হলে আগামীতে আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊