সংবাদ প্রতিবেদন | রেডিও ঝিনুক
বাংলার মাঠজুড়ে এখন চলছে এক সোনালি উৎসব। আকাশে মেঘের আনাগোনা, হঠাৎ করে কালবৈশাখির চোখরাঙানি—তবুও থেমে নেই কৃষকের প্রাণপণ পরিশ্রম। বোরো ধান ঘরে তুলতে মাঠে চলছে রীতিমতো যুদ্ধ।
কৃষকরা বলছেন, ধান এখনও সম্পূর্ণ পরিপক্ক না হলেও প্রকৃতির অনিশ্চয়তা মাথায় রেখে তারা সময়ের আগে ধান কাটতে বাধ্য হচ্ছেন। এক পশলা বৃষ্টি বা হঠাৎ ঝড় বছরের পরিশ্রম এক নিমিষেই নষ্ট করে দিতে পারে। সেই আশঙ্কায় তারা এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে কাজ করছেন।
স্থানীয় এক কৃষক বলেন,
“আকাশে রোজই মেঘ আসে ভাই, ভয়ের মধ্যে থাকি। তাই ধান যেভাবেই হোক, এখনই ঘরে নিতে হইতাছে।”
দিগন্তজোড়া সোনালি ধান দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। প্রতিটি ধানের শিষে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রম, দীর্ঘ প্রতীক্ষা আর ভবিষ্যতের স্বপ্ন।
এই ধান শুধু কৃষকের নিজেরই নয়—এটি পুরো জাতির খাদ্যনির্ভরতার প্রতীক। তাই মাঠে প্রতিটি কাস্তের চালেই বাজছে আশার সুর। রোদ, বৃষ্টি, ঝড়—সবকিছুকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে বাংলার কৃষকের অদম্য সাহস ও সংগ্রাম।
আপনার মতামত লিখুন :