সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আজ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এরই মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটিতে শেষ হলো রমজানের পবিত্র রোজা, এবং ঘোষণা করা হলো ঈদুল ফিতরের।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সেই অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার (৩০ মার্চ ২০২৫) সৌদি আরবসহ পার্শ্ববর্তী কিছু আরব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের ঘোষণা পাওয়ার পর থেকেই সৌদি আরবের বিভিন্ন শহরে ঈদের আমেজ ও প্রস্তুতি স্পষ্ট হয়ে উঠেছে। দোকানপাটে ভিড়, রাস্তাঘাটে আলোকসজ্জা, পরিবার-পরিজনের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি যেন চারদিকে উৎসবের রঙ ছড়িয়ে দিচ্ছে।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর একটি তাৎপর্যপূর্ণ ও আবেগঘন দিন। দীর্ঘ এক মাস রোজার পর এই ঈদ আসে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির আনন্দ নিয়ে।

এদিকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটিও সৌদি আরবের ঈদের তথ্য পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হবে।

রেডিও ঝিনুকের পক্ষ থেকে সৌদি আরবসহ বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক!

ব্রেকিং নিউজ বিভাগের আরো খবর

আরও খবর