মোঃ ইমন আলী | স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে বেশ কয়েকটি একালার মুসল্লিরা।
আজ রোববার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলা শহরের দুলদুলের চাতালে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর, হরিণাকুন্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গাসহ শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে এ ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।
কথা হয় ঈদের নামাজ পড়তে আসা হারুনুর রশিদ এর সাথে তিনি রেডিও ঝিনুক কে বলেন, বিগত ২২ থেকে ২৪ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদের নামাজ আদায় করছি। আগে অনেকেই এখানে একসাথে নামাজ পড়তাম কিন্তু বর্তমানে জেলার আরো তিনটা জায়গায় ঈদ জামাত হওয়ায় মুসল্লির সংখ্যা একটু কমে গেছে।
এ বিষয়ে আরো কথা হয় ইমাম রেজাউল ইসলাম এর সাথে, হরিণাকুন্ডুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন
তিনি আরও বলেন, আমরা হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করি। পৃথিবীর যে প্রান্তেই চাঁদ দেখা যাক না কেন রোজা রাখতে হবে, আবার আকাশে নতুন চাঁদের দেখা মিললে ঈদ উদযাপন করতে হবে। সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য জন্য একই নিয়ম।
নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গাজাবাসির জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :