ঝিনাইদহ, ২৪ মে: ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শনিবার (২৪ মে) সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাগত দিকনির্দেশনা প্রদান করতেই এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
সভার শুরুতেই তিনি গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রস্তাবের সার্বিক পর্যালোচনা তুলে ধরেন এবং সেগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য ছিল তা সর্বসম্মতিক্রমে বাস্তবায়নের বিষয়টি উপস্থিত সকলকে জানান।
এ সময় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “জেলা পুলিশের প্রতিটি সদস্য আমাদের পরিবারের অংশ। তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যা নিরসন ও অনুপ্রেরণা প্রদান আমাদের দায়িত্ব। পাশাপাশি জনসাধারণের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে।”
সভায় তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল), জেলা পুলিশের ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।
সভার শেষাংশে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের পেশাগত সাফল্যের স্বীকৃতি স্বরূপ কয়েকজন সদস্যকে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :