চাঁদপুর ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক: ১০০’র বেশি রোগী পেলেন চিকিৎসা সেবা


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
চাঁদপুর ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক: ১০০’র বেশি রোগী পেলেন চিকিৎসা সেবা

হরিনাকুন্ডু,ঝিনাইদহ

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে সৃজনী ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর সমৃদ্ধি প্রকল্প। এই ধারাবাহিকতায় আজ হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় একটি দিনব্যাপী স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম।

উক্ত কার্যক্রমে প্রায় ১০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্যসেবা দেন ডাঃ মুহাম্মদ সাজেদুর রহমান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, জেনারেল সার্জন)। তাঁকে সহায়তা করেন প্রকল্পের স্বাস্থ্যকর্মকর্তা মোঃ মেহরাব হোসেন শান্ত।

এই সেবামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সমৃদ্ধি প্রকল্পের ফোকাল পারসন ও সৃজনী ফাউন্ডেশনের ডেপুটি অফ ফাইন্যান্স অফিসার মো. রাসেল হোসেন এবং প্রকল্পের কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম।

স্থানীয়রা জানান, এই ধরনের কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সকলের।