মোঃতৌফিকুর রহমান রাজন | স্টাফ রিপোর্টাস,রেডিও ঝিনুক
ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল করিম সিরাজ এবং সঞ্চালনায় ছিলেন ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম।
এবারের বাজেটে মোট সম্ভাব্য আয় ও ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ টাকা।
বাজেট অধিবেশনে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী, জামায়াতে ইসলামীর ইউনিয়ন নায়েবে আমির মোঃ আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মোঃ তৈয়বুর রহমান, যুবদলের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মুজাম, জাতীয় নাগরিক পার্টির ইউনিয়ন সভাপতি মোঃ মুকুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অধিবেশনে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ, দফাদার, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বাজেট নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
এধরনের উন্মুক্ত বাজেট ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :