কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ণ
কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মোঃ তৌফিকুর রহমান রাজন, রেডিও ঝিনুক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এ্যাডহক কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২১ মে) সকালে রঘুনাথপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের নতুন এ্যাডহক কমিটি সরকারি বিধি ও শিক্ষা বোর্ডের নিয়ম অনুসরণ করেই গঠিত হয়েছে। এই কমিটির সভাপতি মাহবুর রহমানকে পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে অপসারণের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পছন্দের ব্যক্তিকে সভাপতি বানাতে চায়, তাই এই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।

বক্তারা আরও বলেন, মাহবুর রহমান বিএনপি পরিবারের একজন সদস্য এবং ছাত্রজীবন থেকেই তিনি দলটির রাজনীতির সঙ্গে জড়িত। তার বা তার পরিবারের কারো সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। অথচ একদল ব্যক্তি তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়ানোর অপচেষ্টা করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের বিধি অনুসরণ করে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি এবং জেলা প্রশাসকের মনোনয়ন অনুযায়ী কমিটি গঠন করে তা যশোর শিক্ষা বোর্ডে পাঠান। শিক্ষা বোর্ড ০৫ মে ২০২৫ তারিখে স্মারক নম্বর ৬/৬৯৩৬/৩৭,১১,৪০৪১,৫০১,০১,৬,২০,২২১৩৯ এর মাধ্যমে মাহবুর রহমানকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে মাহবুর রহমান বলেন, “আমি ও আমার পরিবার বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাড়িছাড়া ছিলাম। বর্তমানে এলাকায় ফিরে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে পদ থেকে সরানোর চেষ্টা চলছে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজি খান, যুবনেতা বিল্লাল হোসেন, আমানত হোসেন, জয়নাল আবেদিন, মিলন হোসেন, শ্রমিক নেতা শাহাবুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

🔴
ON AIR Radio Jhenuk 99.2 FM
🔊