ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন সোহেলী পারভীন


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন সোহেলী পারভীন

ঝিনাইদহ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সোহেলী পারভীন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ থেকে ৬০০ জনের হাতে ৪০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন তিনি।

সহায়তা প্রদানের স্থান হিসেবে ব্যবহৃত হয় তার নিজ বাসভবনের নিচতলা। সেখানে লাইনে দাঁড়িয়ে সহায়তা গ্রহণ করেন নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা। অনেকেই জানান, এই অর্থ পেয়ে তারা ঈদের বাজার করতে পারছেন এবং পরিবার নিয়ে উৎসব উদযাপন সহজ হচ্ছে।

একজন উপকারভোগী বলেন, “এই টাকা পাইয়া খুব খুশি হয়েছি। ঈদের জন্য বাজার করতে পারব, অনেক উপকার হয়েছে।”

এই মানবিক সহায়তা কার্যক্রম শুধু অর্থ নয়, বরং সমাজে সহানুভূতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের একটি শক্ত বার্তা বহন করে।

উল্লেখ্য, সৃজনী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছে।