গত ১৫/১০/২৪ তারিখ জনৈক মোঃ সারোয়ার (৪২), পিতা-মৃত. শুকুর মন্ডল, সাং- ডেফলবাড়ীয়া, থানা ও জেলা-ঝিনাইদহ নামে একজন ইজিবাইক চালক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ এসে জানায় তার উপার্জন এর একমাত্র সম্বল ইজিবাইকটি অভিনব কায়দায় ঝিনাইদহ সদর থানাধীন পৌরসভাস্থ শিশু একাডেমির সামনেথেকে চোরেরা চুরি করে নিয়ে গেছে। যা সে কিস্তির মাধ্যমে কিনেছিল। বলে ভদ্রলোকটি কান্নায় ভেঙ্গে পড়েন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) স্যারের নিবিড় তদারকিতে এস আই খালিদ স্যার ও এএসআই মোঃ ইখলাছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযানে বের হয়। একপর্যায়ে ইজিবাইকটি সনাক্ত করতে সক্ষম হয়। ইজিবাইকের পিছু ধাওয়া করে মাগুরা জেলার শালিকা থানা পুলিশের সহায়তায় আড়পাড়া নামক স্থান হতে ইজিবাইকি উদ্ধার করা হয় এবং ইজিবাইকের ভিতর থেকে আসামী ১। মোঃ রোমান সেখ (৩০), পিতা-আঃ মালেক সেখ, সাং-ষোলশতম ধ্যরামনগর, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর,২। মিলন হোসেন (৩৫), পিতা-আবুল কাশেম, সাং-জয়নগর মোল্লাপাড়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ঝিনাইদাহ সদর থানার মামলা নম্বর ২৩, তারিখ ১৫/১০/২৪, ধারা ৩৭৯/৪১১ পেনালকোড রুজু হয়েছে। আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড এর আবেদন করা হয়েছে।