সৃজনী ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি PKSF, ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার অর্থায়নে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। সংস্থার “সঞ্চয় ও ঋণ কর্মসূচি” বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করার জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যাসমূহ:
১. পরিচালক (গ্রেড-৩): ২ জন২. জোনাল ম্যানেজার (গ্রেড-৭): ১০ জন৩. জোনাল হিসাবরক্ষক (গ্রেড-৬): ১০ জন৪. এরিয়া ম্যানেজার (গ্রেড-৯): ২০ জন৫. এমআইএস অফিসার (গ্রেড-১১): ২ জন৬. ট্রেইনার (গ্রেড-১১): ২ জন৭. শাখা ব্যবস্থাপক (গ্রেড-১১): ১০০ জন৮. মনিটরিং অফিসার (গ্রেড-১২): ২০ জন৯. ক্রেডিট অফিসার (গ্রেড-১০): ৩০০ জন১০. সহকারী শাখা হিসাবরক্ষক (গ্রেড-১৪): ১০০ জন
যোগ্যতা ও বয়সসীমা: বিভিন্ন পদের জন্য স্নাতক/স্নাতকোত্তর পাস।সর্বোচ্চ বয়সসীমা: ২৫-৫০ বছর (পদের ভিত্তিতে)।অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
দায়িত্ব ও অভিজ্ঞতা:সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক।মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা প্রাধান্য পাবে।
বেতন ও সুযোগ-সুবিধা:শিক্ষানবিশকালীন বেতন: ১৮,০০০ থেকে ৪৫,০০০ টাকা (পদের ভিত্তিতে)।স্থায়ী নিয়োগের পর মাসিক বেতন: ২১,০০০ থেকে ৬০,০০০ টাকা।টি.এ./ডি.এ., মোবাইল ও জ্বালানি ভাতা, মোটরসাইকেল ও ল্যাপটপ ঋণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনপত্র জমাদানের নিয়ম:১. আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে। ২. প্রার্থীর পরিচিত ২ জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।৩. আবেদনপত্র আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
৪. ঠিকানা:
প্রশাসনিক কর্মকর্তা, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটী সড়ক, পবহাটী, ঝিনাইদহ-৭৩০০।
বিশেষ নির্দেশনা:শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় ডাকা হবে।নিয়োগে কোন আর্থিক লেনদেনের সুযোগ নেই।বিস্তারিত জানার জন্য যোগাযোগ: 01926-888560
ওয়েবসাইট: www.srizonyfoundation.org.bd ইমেইল: srizonyfoundation@gmail.com
আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন