জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট সেবার ওপর আরোপিত বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে। এ সিদ্ধান্তের ফলে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা এবং ইন্টারনেট সেবার খরচ বৃদ্ধি পাবে না।

এছাড়াও, ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বর্ধিত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে, যা চিকিৎসা সেবাকে আরও সহজতর করবে।
অন্যদিকে, এফবিসিসিআই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর আরোপিত ১ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে এ ধরনের যন্ত্রপাতি আমদানিতে শূন্য শতাংশ শুল্ক ছিল।
এছাড়া, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) হেলিকপ্টারসহ উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ আমদানির ওপর ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।
সর্বশেষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করেছে। এছাড়া, পণ্যটি আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
উপরোক্ত পদক্ষেপগুলো ভোক্তাদের খরচ কমাতে এবং বিভিন্ন শিল্পখাতের উন্নয়নে সহায়তা করবে।