আজ বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে পাসের হার ৭৭.৭৮ % । যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.২৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ২২ হাজার ৫১১ জন। পাস করেছে ৭৮ হাজার ৭৬৪।
আজ মঙ্গলবার সকাল ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।