“এক একটি গাছ যেন এক একটি অক্সিজেন সিলিন্ডার” এই স্লোগানকে রেখে আজ (৩১অক্টোবর )বৃহস্পতিবার পাগলাখানায় অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ প্রদান ও বৃক্ষ রোপনের জন্য বৃক্ষ বিতরণ উৎসব আয়োজন করা হয়। শিশুদের পড়ালেখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপনে আগ্রহী করে তুলতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাচ্চাদের সাথে তাদের অভিভাবক সহ উপস্থিত ছিলেন এসোসিয়েশন অফ কিন্ডার গার্ডেনের সভাপতি কদ্দুতি কুতা নিউটন। শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ -এর প্রভাষক জনাব সাখাওয়াত হোসেন , সেইফ সুইমিং প্রতিষ্ঠানের পরিচালক বিপ্লব রহমান, ফ্যামিলি জোন প্রতিষ্ঠাতা আনোয়ার ফিরোজ মাসুম , ডাঃ জুবায়ের সালফি ও হেব্বি গ্রুপের প্রধান নির্বাহি জাহান লিমনসহ বি গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজনে ছিল উন্নয়ন ধারা, হ্যাব্বি গ্রুপ এবং টুডে’স ইংলিশ ভার্সন স্কুল।