
ঝিনাইদহ, ৩০ জানুয়ারি ২০২৫: ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামে রফিকুল ইসলাম রুবেল (৩৩) অপহরণ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। দীর্ঘ অনুসন্ধান ও গুপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম নরসিংদী থেকে টগর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। টগর আদালতে হত্যার দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
গুপ্ত তথ্যের সূত্রে তদন্তের মোড় ঘুরে যায়
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই গোয়েন্দা সংস্থা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কয়েকটি ফোনকল ট্র্যাক করছিল। একটি গুপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হত্যার পেছনে শুধু মুক্তিপণের উদ্দেশ্যই নয়, বরং আরও গভীর ষড়যন্ত্র রয়েছে।
একজন গোপন সংবাহক পুলিশের কাছে তথ্য দেন যে, টগর হত্যাকাণ্ডের মূলহোতা এবং সে নরসিংদীতে আত্মগোপনে রয়েছে। সাইবার টিম তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে এবং একাধিক ছদ্মবেশী পুলিশ সদস্য তাকে ধরতে অভিযান চালান।
২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার, চাঞ্চল্যকর স্বীকারোক্তি
গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে, পুলিশের একটি বিশেষ টিম নরসিংদী সদর থানার সহায়তায় অভিযান চালিয়ে টগরকে গ্রেফতার করে। এরপর ৩০ জানুয়ারি আদালতে হাজির করলে সে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে টগর জানায়:
মুক্তিপণ আদায় করাই তাদের মূল উদ্দেশ্য ছিল।
রুবেলকে আটকে রেখে তার পরিবারের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করার পরিকল্পনা ছিল।
টাকা আদায়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয় এবং লাশ গুম করতে সেফটি ট্যাংকে ফেলে রাখা হয়।
হত্যার আগে তাকে নির্মম নির্যাতন করা হয়।
পুলিশের ভাষ্য
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইমরান জাকারিয়া জানান,
“গুপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।”
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা ইতোমধ্যে ঘটনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ আরও গভীরে অনুসন্ধান চালাচ্ছে।