
নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঝিনাইদহে আজ বিকাল চারটায় বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উজির আলী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দাবি জানান, অবিলম্বে ‘আদিবাসী’ শব্দটি পুনর্বহাল করতে হবে এবং পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরতে হবে।সমাবেশে বক্তব্য রাখেন:
- অ্যাড. আসসাদুল ইসলাম আসাদ, আহ্বায়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ঝিনাইদহ জেলা শাখা।
- শারমিন সুলতানা, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা।
- স্বপন বাগচি, সাধারণ সম্পাদক, সিপিবি, ঝিনাইদহ জেলা শাখা।
- সাহেদ এনাম পল্লব, বিপ্লবী কমিউনিস্ট লীগ, ঝিনাইদহ জেলা শাখা।
- অশিদ কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা।
- নীল কান্ত কুমার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা।
- আরিফুল ইসলাম আরিফ, বাংলাদেশ যুব উন্নয়ন, ঝিনাইদহ জেলা শাখা।
বক্তারা জানান, সম্প্রতি এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের সময় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের সদস্যরা ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ১৭ জনের বেশি শিক্ষার্থী আহত হন। বক্তারা এই হামলার জন্য সরকারকে দায়ী করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
সমাবেশটি পরিচালনা করেন আছাদুর রহমান, সদস্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ঝিনাইদহ জেলা শাখা।
প্রতিবেদন: নিউজ ডেস্ক,রেডিও ঝিনুক