গণঅভ্যুখানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ ১৯ অক্টোবর বিকাল ৩টায় উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি তরুণ প্রজন্মের আইকন জনাব নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খাঁন।সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সভাপতি প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন ।অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল জাহিদ রাজন।প্রধান অতিথি বলেন গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন।
বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এবং এদেশের সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটেছে। সময় এসেছে লুটেরা দুর্নীতিবাজদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার। আগামী নির্বাচনে মানুষ যাতে স্বাধীন ভাবে নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশাল গণ-সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নুরুল হক নুর আরও বলেন আমরা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।