“টাকা যার শিক্ষা তার এই নীতি মানি না। শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।” গত ১০ (নভেম্বর) রবিবার ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ব্যানারে বাস ট্রেনসহ গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। বেলা ১১.০০ টার সময় ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে এক বিশাল র্যালি বের হয়। যা পায়রা চত্বর হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে। পরবর্তীতে স্মারকলিপিতে প্রদানের মাধ্যমে শেষ হয়।
শিক্ষার্থীদের প্রদান কৃত স্মারকলিপিতে গুরুত্বপূর্ণ দাবি সমুহ ছিলো :
১.বাস ট্রেন সহ সকল পরিবহনে শিক্ষার্থীদের ভাড়া হাফ নিশ্চিত করতে হবে।
২.অত্র ভাড়ার সময়কাল সকাল ৬.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত কার্যকর করতে হবে।
৩.সরকারি ছুটিসহ সপ্তাহে ৭ দিনেই হাফ ভাড়া কার্যকর করতে হবে।
এ ধরনের গুরুত্বপূর্ণ দাবি রাখেন শিক্ষার্থীরা।