আশ্বাস প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার সিটিপ এক্টিভিস্টদের নিয়ে গ্রুপ ফর্মেশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ঝিনাইদহ সৃজনী ফাউন্ডেশন কনফারেন্স রুমে।
১২ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১০টায়। দিনব্যাপী এই ওরিয়েন্টশনে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিটিপ এক্টিভিস্ট এর জেলা পর্যায়ের সকল সদস্যবৃন্দ।
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল এর সঞ্চালনায় উক্ত ওরিয়েন্টেশনে প্রকল্পের কার্যক্রম ও সিটিপ এক্টিভিস্ট এর দায়িত্ব কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আশ্বাস প্রকল্পের (ক্লাস্টার ২) এর প্রকল্প সমন্বয়কারী জনাব রবিউল ইসলাম বাবু। এছাড়া উইনরক ইন্টারন্টারন্যাশনাল এর রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি ডিব্রা আশ্বাস প্রকল্পের ধারাবাহিকতা ও মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মী/সিটিপ এক্টিভিস্ট গঠনের প্রক্রিয়া ও কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার জনাব মাসুদ পারভেজ তাদের আশ্বাস প্রকল্পের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ওরিয়েন্টশনে প্রকল্প পরিচিতি, মানব পাচার বিষয়ক প্রাথমিক ধারনা, মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীর অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরন, মানব পাচার প্রতিরোধে করনীয় বিষয়গুলি চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
এছাড়াও আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন মানব পাচার প্রতিরোধে তরুণ-যুবদের সম্পৃক্ত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। এমনকি কিছু অসাধুচক্র অনলাইনে আমাদের যুব-তরুনদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে অনলাইনে ফাঁদ পেতে তাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করছে। এবিষয়ে তিনি সিটিপ কমিটির প্রত্যেক সদস্যকে সতর্ক থাকার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস উপস্থিত ছিলেন ।