আমাদের সম্পর্কে
রেডিও ঝিনুক ৯৯.২ এফএম ঝিনাইদহ জেলা কেন্দ্রিক একটি কমিউনিটি রেডিও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রাণলয় ও বাংলাদেশ টেলি কমিশন নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) লাইসেন্স নং : ০৯ অনুমোদন লাভের পর বিগত ২০ নভেম্বর ২০১১ তারিখ হতে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। পরবতীর্তে বিগত ১৭ জুলাই ২০১২ তারিখে রেডিও ঝিনুক আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব খাজা আব্দুল হান্নান। ঝিনাইদহ সদর,শৈলকুপা, হরিনাকুন্ডু,কালীগঞ্জ,কেঁাটচাঁদপুর উপজেলার পুরা অংশ। এছাড়া মহেশপুর উপজেলা, মাগুরা, কুষ্টিয়া ও যশোর জেলার আংশিক অংশ স¤প্রচার এলাকার মধ্যে অšর্Íভূক্ত । এছাড়া অন লাইনের মাধ্যমে রেডিও ঝিনুক বাংলাদেশসহ সারা বিশ্ব ২৪ ঘন্টা অনুষ্ঠান শুনতে পারে। রেডিও ঝিনুক —এর উদ্যোক্তা সংস্থা সৃজনী বাংলাদেশ,পবহাটী, ঝিনাইদহ। এটি একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান। ঋণ দান কর্মসূচী, সৌরবিদুৎ প্রকল্প, শিক্ষা, মিডিয়া ভিত্তিক তথ্য প্রদান,স্বাস্থ্য সেবা,নারী উন্নয়ন এবং জেন্ডার সমতা, গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে ১৯৮৬ সাল থেকে সারা বাংলাদেশে ৫০ টি জেলায় সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
- লক্ষ্য
- তথ্যের মাধ্যমে কমিউনিটির জনগোষ্ঠীকে আর্থ—সামাজিকভাবে সক্ষম করা।
- উদ্দেশ্য
- তথ্য ও জ্ঞান প্রাপ্তিতে শহর ও গ্রামের মধ্যে দূরত্ব কমিয়ে আনা।
- স্থানীয় লোকজ,আর্থ—সামজিক ও সাংস্কৃতিক জীবন বিকাশের সুযোগ সৃষ্টি করা।
- গ্রামীণ জনগোষ্ঠীকে ইস্যুভিত্তিক বিষয়ে প্রতিরোধে সচেতন করা।
- আত্মহত্যা,বাল্যবিবাহ, যৌতুক,মাদক,এইচআইভি/এইডস, নারী ও শিশু পাচার প্রতিরোধ করা।
- নারী ,শিশুর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় সহায়তা কার।
- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা।
- উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি ও তথ্যের কথা কুষকবন্ধুদের দোরগোড়ায় পৌঁছানো।
- পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তার মাধ্যমে দরিদ্র মানুষের দক্ষতা ও মানব সম্পদ উন্নয়ন করা।
- মানবাধিকার ও আইনসহায়তামুলক অনুষ্ঠান প্রচার করে মানুষকে সচেতন করা।
- স্থানীয় জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে নতুন চিন্তাধারা ও পদ্ধতির উদ্ভাবন এবং বিকাশে উৎসাহ প্রদান করা।